চলচ্চিত্রের ১৯ সংগঠনের আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের ১১ এপ্রিল দেশের প্রেক্ষাগৃহে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়। তবে জুড়ে দেওয়া হয় পাঁচটি শর্ত। যার মধ্যে ছিল দুই ঈদ ও দুর্গাপূজায় মুক্তি দেওয়া যাবে না আমদানি করা হিন্দি ভাষার সিনেমা। দু্ই বছরে ২০টি সিনেমা আমদানির অনুমতি দেওয়া হলেও বছর পূরণ না হতেই দেশের হলে উপমহাদেশীয় সিনেমা মুক্তি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
গত বছরের ১২ মে শাহরুখ খানের ‘পাঠান’ দিয়ে দেশের হলে উপমহাদেশীয় সিনেমা প্রদর্শনীর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত আমদানি করা ছয়টি সিনেমা মুক্তি পেয়েছে। তবে গত মাসের শেষ সপ্তাহে বলিউডের ‘ফাইটার’ মুক্তির আগে হঠাৎ করেই সম্মিলিত পরিষদ চিঠির মাধ্যমে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টকে জানায়, ভাষার মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ফাইটার সিনেমা প্রদর্শন না করতে। এই চিঠির পরিপ্রেক্ষিতে তথ্য মন্ত্রণালয়ের অনুমতি পাওয়া সত্ত্বেও ফাইটার মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসতে হয় অ্যাকশন কাটকে। তবে সম্মিলিত পরিষদের এমন সিদ্ধান্তে খুশি হতে পারেনি প্রতিষ্ঠানটি।