ভোটের পর আন্দোলনের নতুন ছক এখনো তৈরি করেনি বিএনপি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আপাতত বড় ধরনের কোনো কর্মসূচির চিন্তা নেই দলটির নীতিনির্ধারণী নেতাদের। বিশেষ করে, চলতি ফেব্রুয়ারি থেকে আগামী এপ্রিল মাসে রমজানের ঈদ পর্যন্ত বড় কর্মসূচি থাকবে না। তবে এই সময়ে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, নাগরিক দুর্ভোগ, হয়রানিসহ জনসম্পৃক্ত বিষয়গুলো নিয়ে মাঠে সোচ্চার থাকবে দলটি।
১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। শিক্ষা বোর্ডের সূচি অনুযায়ী, ১২ মার্চ পরীক্ষা শেষ হবে। ওই দিন বা তার পরদিন (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে শুরু হবে পবিত্র রমজানের মাস। রোজা শেষে ১০ থেকে ১২ এপ্রিলের মধ্যে যেকোনো দিন অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল ফিতর।