ব্রাউজারে কাজ করার সময় এক বা একাধিক ট্যাব খোলা থাকে। অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে প্রয়োজনীয় ট্যাবটি বা পুরো ব্রাউজারটি ভুলক্রমে বন্ধ করে দিতে পারেন। আবার ট্যাবগুলোয় খোলা ওয়েবসাইটের ঠিকানা বা প্রতিবেদনের শিরোনাম মনে নাও থাকতে পারে। এজন্য দরকারি ট্যাবগুলো পুনরায় খোলার পদ্ধতি শিখে রাখা প্রয়োজন।
তিন উপায়ে পুনরায় ট্যাবগুলো খোলা যায়। সেগুলো নিয়ে আলোচনা করা হল—
কিবোর্ডের শর্টকাট ব্যবহার
সবচেয়ে দ্রুত উপায়ে ট্যাবগুলো পুনরায় খোলার জন্য কিবোর্ডের ‘Ctrl + Shift + T’ শর্টকাট ব্যবহার করতে পারেন। একই সঙ্গে কিবোর্ডের Ctrl, Shift ও ‘T’ বাটনগুলো চেপে ধরে রাখুন।
মাউস ব্যবহার করে
যদি কিবোর্ডের শর্টকাটটি মনে নাও থাকে, তবুও মাউসের মাধ্যমে ট্যাবগুলো পুনরায় চালু করতে পারবেন। এজন্য ট্যাবের পাশে ডানপাশের খালি জায়গায় মাউসের কার্সরটি নিয়ে যান এবং রাইট ক্লিক করুন। এর ফলে একটি পপ–আপ মেনু চালু হবে। এরপর মেনুর ‘রিওপেন ক্লোজড ট্যাব’ অপশনটি নির্বাচন করুন।
ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে
অনেকগুলো ট্যাব বন্ধ করার মধ্যে যদি একটি নির্দিষ্ট অ্যাপ খুলতে চান, হলে ব্রাউজিং হিস্টরি ব্যবহার করে লিংকটি খোলা সহজতর হবে। ব্রাউজিং হিস্টরি দ্রুত দেখার জন্য কিবোর্ডের Ctrl ও H বাটন দুটি একই সঙ্গে চেপে ধরুন।