লম্বা সময় ধরে জাতীয় দলের জার্সিতে খেলছেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। কাঁধে কাঁধ মিলে দুইজনই দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু এক সময়ের দুই বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছেন। মাঠে এবং বাইরে তাদের সম্পর্কের খবর এখন ওপেন সিক্রেট। বিশ্বকাপের ঠিক আগে তামিমকে নিয়ে সাকিবের করা মন্তব্য তিক্ততার বিষয়টি আরও স্পষ্ট করে তুলেছে। ওই ঘটনার পর শনিবার পঞ্চপাণ্ডবের দুজন মুখোমুখি হয়েছেন। সাকিবের দল রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়ে দারুণ জয় তুলে নিয়েছে তামিমের নেতৃত্বাধীন বরিশাল। সেই জয়ে অবদান ছিল বরিশালের হয়ে খেলা পঞ্চপাণ্ডবের তিনপাণ্ডব তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খালেদ আহমেদের আগুনে বোলিংয়ের সামনে খেই হারায় রংপুর রাইডার্স। ৯ উইকেট হারিয়ে তারা তুলতে পারে ১৩৪ রান। জবাবে খেলতে নেমে তামিমের ঝড়ো ব্যাটিংয়েই জয়ের পথটা পরিষ্কার করে ফেলে বরিশাল। পরে মুশফিক, মিরাজ ও মাহমুদউল্লাহর ফিনিশিংয়ে ৫ বল আগেই জয় নিশ্চিত হয়েছে তাদের।