নখের নিয়মিত যত্নের প্রয়োজন; বিশেষ করে শীতকালে।
ঠাণ্ডা হাওয়া আর ঘরের কৃত্রিম উষ্ণ তাপমাত্রা নখের আর্দ্রতা শুষে নিয়ে ভঙ্গুর করে ফেলে। এই সময়ে নখ সুস্থ রাখতে বাড়তি যত্নের প্রয়োজন।
আর্দ্রতা প্রধান চাবিকাঠি
ক্যালিফোর্নিয়া’র ত্বক বিশেষজ্ঞ ডা. সিন্থিয়া বেইলি এই বিষয়ে তার নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “ত্বকের মতো শীতকালেও নখ শুষ্ক হয়ে যায়। তাই এই সময় নখের বাড়তি যত্নের প্রয়োজন।”