পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অভিযোগ করেছেন, আদালতের আদেশ সত্ত্বেও মনোনয়নের ব্যাপারে জেলে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করার সুযোগ তাঁকে দেওয়া হয়নি। গতকাল শনিবার তোশাখানা মামলায় আদালতের শুনানিতে অংশ নেওয়ার পর বিভিন্ন সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে ইমরান এসব কথা বলেন।
গতকাল তোশাখানা মামলায় আদালতে শুনানি শুরুর আগে কয়েকজন পিটিআই কর্মী এবং বিভিন্ন আসনের প্রার্থীরা ইমরানের কাছে অভিযোগ করেন, তাঁদের দল থেকে মনোনয়ন দেওয়া হয়নি। ইমরান তাঁদের বোঝান যে দলীয় মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তাঁর কোনো ভূমিকা ছিল না বললেই চলে। দলীয় নেতাদের সঙ্গে অল্প সময়ের আলোচনায় এত দ্রুত ৮৫০ জনের মতো প্রার্থীকে মনোনয়নের সিদ্ধান্ত নেওয়াটা তাঁর জন্যও সম্ভব ছিল না।