সাংবাদিক হিসেবে মিজানুর রহমান খানের সাধারণ পরিচিতি কী? তিনি আইন, বিচার বিভাগ, সংসদ—এসব নিয়ে লেখালেখি করতেন। কিন্তু আমরা যারা তাঁকে কাছ থেকে জানি, তারা সবাই এটা মানি যে এসব বিষয়ে তিনি একধরনের পাণ্ডিত্য অর্জন করেছিলেন। হয়ে উঠেছিলেন একজন আইন বিশেষজ্ঞ। সাধারণ সাংবাদিকতার অনেক ওপরে এর স্থান।
মিজান ভাই সম্পাদকীয় বিভাগে কাজ করতেন, আমার পাশের টেবিলে বসতেন। তাঁর উচ্চ স্বরে কথা বলা আমাদের জন্য সব সময় হয়তো সুখকর ছিল না। কিন্তু সেই সুবাদে আমি ও আমরা নিয়মিতই টের পেতাম দেশের বড় বড় আইনজীবী, এমনকি বর্তমান ও সাবেক বিচারপতিরাও তাঁর সঙ্গে আইনের কোনো ধারা, বিচার বিভাগের কোনো প্রসঙ্গ বা সংবিধানের বিভিন্ন ধারা-উপধারা নিয়ে আলোচনা করছেন, পরামর্শ নিচ্ছেন এবং দিচ্ছেন অথবা তর্ক-বিতর্ক করছেন।