বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গতকাল সোমবার ৩ শতাংশের বেশি কমেছে। মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার কারণে তেলের সরবরাহে সংকটের আশঙ্কা করা হলেও বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তেলের দাম কমিয়েছে এবং ওপেকের তেল উৎপাদন বেড়েছে। এর ফলে সরবরাহের সংকট নিয়ে শঙ্কা কমেছে।
গতকাল বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৪ শতাংশ বা ২ দশমিক ৬৪ ডলার কমে ৭৬ দশমিক ১২ ডলারে নেমে আসে। অন্যদিকে ডব্লিউটিআই ক্রুডের দাম ৩ দশমিক শূন্য ৪ ডলার বা ৪ দশমিক ১ শতাংশ কমে ৭০ দশমিক ৭৭ ডলারে দাঁড়িয়েছে।