শীতে আর্দ্রতার অভাবে মাথার ত্বক শুষ্ক হয়ে পড়ে। ফলে খুশকি যেমন বাড়ে, বাড়ে চুল পড়ে যাওয়ার সমস্যাও। এ সময় তাই চুলের জন্য প্রয়োজন কিছুটা বাড়তি যত্ন। প্রাকৃতিক উপাদানের তৈরি হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন শীতের এই সময়ে। সপ্তাহে একদিন হেয়ার প্যাকগুলো ব্যবহার করলে চুল হবে মসৃণ। এছাড়া কমে যাবে খুশকি ও চুল পড়ে যাওয়ার সমস্যাও।
১। ডিম ও অলিভ অয়েল দিয়ে বানিয়ে ফেলুন প্যাক। এজন্য একটি পাত্রে ডিম ভেঙে নিন। এর মধ্যে দিয়ে দিন ২ টেবিল চামচ অলিভ অয়েল। ভালো করে ফেটিয়ে চুলে লাগান। চুলের গোড়াতেও লাগাবেন। শাওয়ার ক্যাপ পরে নিন। আধা ঘণ্টা অপেক্ষা করে মাইল্ড কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। ডিমের আঁশটে গন্ধ দূর করতে এক মগ পানিতে কয়েক ফোঁটা আপেল সাইডার ভিনেগার মিশিয়ে চুল ধুয়ে ফেলুন।