অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় তিন মাস ধরে ইসরায়েলি বাহিনীর হামলা ও অভিযান চলছে। যুদ্ধ শিগগিরই থামছে না, এই ইঙ্গিত ইতিমধ্যে দিয়ে রেখেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরই মধ্যে গত সপ্তাহ উত্তেজনাময় পরিস্থিতির মধ্য দিয়ে কাটাল মধ্যপ্রাচ্য। এতে যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার শঙ্কার মধ্যেই তা আর বাড়তে না দিতে মধ্যপ্রাচ্যে রওনা করেছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের শীর্ষ কূটনীতিকেরা।
গত মঙ্গলবার লেবাননের বৈরুতে সম্ভাব্য ইসরায়েলি হামলায় হামাসের রাজনৈতিক শাখার উপপ্রধান সালেহ আল-আরৌরি নিহত হন। আর গত শুক্রবার ইরাকের বাগদাদে মার্কিন হামলায় নিহত হন ইরানপন্থী এক মিলিশিয়া কমান্ডার। এ পরিস্থিতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল গত শুক্রবার রাতে তুরস্কে পৌঁছান।