এশিয়ার শ্রেষ্ঠত্বের পর এবার বাংলাদেশের যুব ক্রিকেটারদের নজর বিশ্বকাপে। চলতি জানুয়ারি মাসের ৭ তারিখ দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের যুবা ক্রিকেটাররা। তার আগে নিয়মিতই মিরপুরে অনুশীলন করছেন রাব্বি-আরিফুলরা। তবে আচমকা প্রশ্ন উঠেছে, বিশ্বকাপের আগে সাকিব আল হাসান বা তামিম ইকবালদের সঙ্গে কোনো সেশন করবেন কি না।
গতকাল মঙ্গলবার যুবা দলের ম্যানেজার সানোয়ার হোসেন অবশ্য আশাবাদী যুব দল আর সিনিয়র দলের যোগাযোগের প্রসঙ্গে, ‘আমাদের বেশ কিছু আইডল ক্রিকেটার আছে, যাদের বিশ্বক্রিকেটেই আইডল বলা যায়। সাকিবের মতো খেলোয়াড়, তামিমের মতো খেলোয়াড়, মুশফিকের মতো খেলোয়াড়, অবশ্যই ওদের থেকে জানার শেখার মোটিভেশনের অনেক কিছু আছে। যাওয়ার আগেও বেশ কিছু খেলোয়াড়ের সাথে এশিয়া কাপে যাওয়ার আগে কথা বলেছে যে গুলো উৎসাহিত করেছে কিছু গাইডলাইন দিয়েছে।’