পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে আবারও দূতাবাস খুলেছে রাশিয়া। ৩০ বছরেরও বেশি সময় পর দেশটিতে এই দূতাবাস খুলল মস্কো। মূলত সামরিক অভ্যুত্থানের পর সাম্প্রতিক বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাড়ানোর চেষ্টা করছে পশ্চিম আফ্রিকার এই দেশ।
শুক্রবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ বছরেরও বেশি সময় আগে বন্ধ হয়ে যাওয়ার পর রাশিয়া বুরকিনা ফাসোতে তাদের দূতাবাস পুনরায় চালু করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। বুরকিনা ফাসো সাবেক ঔপনিবেশিক শক্তি ফ্রান্সের ঘনিষ্ঠ মিত্র ছিল, কিন্তু ২০২২ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করার পর থেকে দেশটির জান্তা সরকার রাশিয়ার দিকে অগ্রসর হয়েছে।