শীতের দিনে শ্যাম্পু করতে মোটেই ইচ্ছে করে না। একে তো আবহাওয়া ঠান্ডা থাকে তার উপর সময় যে কোথা দিয়ে পেরিয়ে যায় তা কিছুতেই বোঝা যায় না। আর শ্যাম্পু করতে একটু বেশিই সময় লাগে। কারণ অনেক যত্ন নিয়ে শ্যাম্পু করতে হয়।
এছাড়াও শ্যাম্পু করার পর চুল শুকিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। নইলে ভেজা চুলে রাস্তায় বেরোলে চুলে ধুলো-বালি এসব বসে যায়। মাথা চুলকোয়, চুল পড়ে সেই সঙ্গে একাধিক সমস্যা আসে। আর শীতের দিনে চুলের সমস্যা একটু বেশিই হয়।