মনের খোরাক মেটায় বই। তাই সময় পেলে কিংবা অবসরে মানুষ বই পড়েন। এটা তাদের দীর্ঘদিনের অভ্যাস। কিন্তু চলমান মূল্যস্ফীতিতে বই কেনা ও পড়ার অভ্যাস যেন বিলাসিতায় পরিণত হয়েছে। এমনিতেই উচ্চ মূল্যস্ফীতির কারণে সবকিছুর দাম বাড়তি। তাই বেশিরভাগ মানুষ খরচ বাঁচাতে প্রয়োজনীয় জিনিসগুলোই আগে কিনছেন। ফলে, ব্যয়ের তালিকা থেকে বাদ পড়ছে বই।
প্রকাশকরা জানিয়েছেন, পাঠ্যবইয়ের বাইরে অন্যান্য সৃজনশীল বইয়ের বিক্রি ও চাহিদা কমেছে। ২০২২ সালের তুলনায় চলতি বছরে সৃজনশীল বইয়ের বিক্রি ২০ থেকে ৩৫ শতাংশ কম। চলমান উচ্চ মূল্যস্ফীতিতে অন্যান্য পণ্যের মতো বইয়ের দামও বেড়েছে। ফলে, খরচ কমাতে অনেকে আর আগের মতো বই কিনছেন না।
প্রকাশকরা বলছেন, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো অন্যান্য বৈশ্বিক অর্থনৈতিক কারণে কাগজের দাম বেড়েছে। এতে, বইয়ের দাম বাড়াতে হয়েছে। একসঙ্গে মুদ্রণ, বাইন্ডিং ও শ্রমিক খরচসহ অন্যান্য খরচ গত বছরের তুলনায় এ বছর প্রায় দ্বিগুণ।