তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে সাধারণ নাগরিকের ছদ্মবেশে জমির দলিলের নকল তুলতে গিয়ে দালালদের দৌরাত্ম্য দেখতে পেল দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কাজ করে দেওয়ার নামে দালালরা ভিন্ন ভিন্ন পরিমাণ ফি দাবি করে বসে। মূলত একজন দলিল লেখকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ কয়েকটি সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগে বুধবার (২৭ ডিসেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযানে যায়।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুদকের উপপরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
দুদক জানায়, রাজধানীর তেজগাঁও রেজিস্ট্রেশন কমপ্লেক্সে দলিল লেখকের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, টাকার বিনিময়ে জমির শ্রেণি পরিবর্তন, ঘুষ বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম জানতে পারে ওই কমপ্লেক্সের পাশেই অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি একটি ব্যক্তিগত চেম্বার নিয়ে বসেন। এনফোর্সমেন্ট টিম তার নামে গাড়ির মালিকানার তথ্যের সত্যতা পায়।