২০২৪ সালে রেকর্ড পরিমাণ কয়লা পুড়েছে বিশ্বজুড়ে

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৪, ২০:০২

চলতি ২০২৪ সালে রেকর্ড ৮৭৭ কোটি টন কয়লা পোড়ানো হয়েছে বিশ্বজুড়ে, আর বিপুল পরিমাণ এই কয়লার অর্ধেকই ব্যবহার করেছে চীন। এর আগে কোনো একক বছরে এত পরিমাণ কয়লা পোড়ানোর ঘটনা ইতিহাসে ঘটেনি।


প্যারিসভিত্তিক আন্তঃসরকার সংস্থা ইন্টারন্যাশানাল এনার্জি এজেন্সি বুধবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।


মানুষের লিখিত ইতিহাস শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বের সবচেয়ে উষ্ণ বছর হিসেবে স্বীকৃতি পেয়েছে ২০২৪ সাল। জলবায়ুবিদদের মতে, বিশ্বের উষ্ণতাবৃদ্ধির জন্য অনেকাংশে দায়ী জীবাশ্ম জ্বালানির ব্যবহার। মূলত তিন ধরনের জীবাশ্ম জ্বালানির ব্যবহার হয় বিশ্বজুড়ে— গ্যাস, তেল এবং কয়লা। এসবের মধ্যে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য কয়লার দায় সবচেয়ে বেশি। প্রতিদিন পৃথিবীজুড়ে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ ঘটে, তার একটি উল্লেখযোগ্য অংশ আসে কয়লা পোড়ানো থেকে।


আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং জলবায়ুবিদরা নিয়মিতই এই মর্মে সতর্কবার্তা দিচ্ছেন যে জীবাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। জাতিসংঘ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সংস্থা নিয়মিত এ ইস্যুতে সেমিনার-সিম্পোজিয়াম, চুক্তিস্বাক্ষর, প্রচার-প্রচারণাও চালিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে, কিন্তু সেসব উদ্যোগ কয়লার ব্যবহার নিয়ন্ত্রণে তেমন ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us