লিওনেল মেসির সঙ্গে এক ক্লাবে লুইস সুয়ারেজের পুনর্মিলনীর কথা শোনা যাচ্ছিল অনেক দিন। অবশেষে সুয়ারেজ চলেই এলেন ইন্টার মায়ামিতে। পুরনো সতীর্থের সঙ্গে এখানেও (মায়ামি) একের পর এক শিরোপা জয়ের আশার কথা শুনিয়েছেন সুয়ারেজ।
মেসির বার্সেলোনায় ক্যারিয়ার শুরু হয় ২০০৪ থেকে। অন্যদিকে সুয়ারেজ বার্সায় এসেছেন ২০১৪ সালে। ২০১৪-১৫ মৌসুম থেকে ২০১৯-২০ পর্যন্ত টানা ছয় মৌসুম বার্সেলোনায় দেখা গেছে মেসি-সুয়ারেজ জুটি। তাঁদের জুটিতেই বার্সা জিতেছে অসংখ্য ম্যাচ। বার্সেলোনার জার্সিতে তাঁরা জিতেছেন চারটি লা লিগা (২০১৪-১৫,২০১৫-১৬, ২০১৭-১৮,২০১৮-১৯)। ২০১৪-১৫ মৌসুমের বার্সেলোনার চ্যাম্পিয়নস লিগ জয়ী দলে ছিলেন দুই তারকা ফুটবলার। প্রায় ৯ বছর আগে জেতা এটাই বার্সার সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ জয়। এমনকি তাঁরা বার্সেলোনার জার্সিতে ২০১৮-১৯ মৌসুমে লা লিগা জয়ের পর এই শিরোপা জিততে বার্সাকে অপেক্ষা করতে হয়েছে চার বছর। জাভি হার্নান্দেজ কোচ হওয়ার পর ২০২২-২৩ মৌসুমের লা লিগা জিতেছে বার্সেলোনা।