আগামী ৭ জানুয়ারি সংসদের ‘ডামি নির্বাচন’ বর্জন এবং সরকারকে ‘অসহযোগিতার’ আহ্বান জানিয়ে রাজধানীতে প্রচারপত্র বিতরণ করেছে জামায়াতে ইসলামী। এ সময় দলটির নেতারা বলেছেন, সরকার নির্বাচনের নামে কানামাছি খেলা শুরু করেছে। এ জন্য নাম-পরিচয়হীন রাজনৈতিক এতিম ও অঙ্গপ্রত্যঙ্গহীন নির্বাচনী ভিক্ষুকদের বেছে নেওয়া হয়েছে। জনগণ এই পাতানো নির্বাচন হতে দেবে না।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার রাজধানীসহ সারা দেশে ভোট বর্জনের আহ্বানসংবলিত প্রচারপত্র বিতরণ করে জামায়াত। বিভিন্ন এলাকার একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, সকাল ৮টা থেকে ১০টার মধ্যে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ও ফুটপাতের পথচারীদের মধ্যে এই প্রচারপত্র বিতরণ করা হয়।