স্মার্টফোন কেনার পর সেটি দিয়ে কল, মেসেজিং ছাড়াও ছবি-ভিডিও ধারণসহ বিভিন্ন ফাইল সংরক্ষণ করা হয়। এতে ডিভাইসে থাকা স্টোরেজ কমতে থাকে। দীর্ঘদিন ব্যবহারের পর স্টোরেজ পূর্ণ হয়ে যায়। তখন অনেক কিছু করেও স্টোরেজ খালি করা যায় না বা হয় না। আর এটি ব্যবহারকারীদের জন্য বিরক্তির কারণ। তাই স্টোরেজ বাড়াতে ছয়টি পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে ম্যাশেবল।
পুরনো গান, পডকাস্ট ও ভিডিও অপসারণ: মিডিয়া ও স্ট্রিমিং অ্যাপ ব্যবহার করলে অফলাইনে শোনার জন্য গান, পডকাস্ট ও ভিডিও ডাউনলোড করতে হয়। এছাড়া ডিভাইসে পুরনো ফাইলও সংরক্ষিত থাকে। অনেক ফাইলের আকার বড় হয়। যে কারণে প্রায় সময়ই ডাউনলোড করা ফাইল যাচাই করা উচিত। স্পটিফাইয়ের প্লেলিস্ট থেকে ডাউনলোড করা ফাইল অপসারণ করা যায়। ইউটিউবেও ডাউনলোড ফোল্ডারে থাকা ভিডিও মুছে ফেলা যাবে।