নগরবাসীর কাছে ডেঙ্গু একটি আতঙ্কের নাম। এখন বছরজুড়েই থাকছে ডেঙ্গু, কেড়ে নিচ্ছে প্রাণ। মশার ভয়ে অনেকে তাই ছাদবাগান করতেও ভয় পান। চাই মশামুক্ত ছাদবাগান।
কীভাবে মিলবে এমন বাগান
- ছাদে যাতে পানি জমে না থাকে, সে জন্য পানিনিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা রাখতে হবে। চারা লাগানোর টব, বাক্স বা ড্রামের নিচে আকার অনুযায়ী ৩-৫টি ছিদ্র করে নিন। মাটি ভরাটের আগে ছিদ্রগুলো ভাঙা ইটের টুকরা বা খোয়া দিয়ে ঢেকে দিন। এতে বৃষ্টি বা অন্য কোনো কারণে টবে মাত্রাতিরিক্ত পানি জমে গেলেও ছিদ্র দিয়ে বেরিয়ে যাবে।
- টবে পানি জমে থাকলে শুধু মশাই নয়, গোড়া পচে গাছও মারা যেতে পারে। ফলে গাছকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার স্বার্থেই গাছের গোড়ায় দীর্ঘসময় ধরে পানি জমতে দেওয়া যাবে না।