ইসরায়েলের নির্বিচার হামলায় ফিলিস্তিনে মরছে শিশুসহ হাজার হাজার মানুষ। নিজেদের জায়গা থেকে বর্বরোচিত এমন হামলার প্রতিবাদ জানাচ্ছেন বিভিন্ন অঙ্গনের তারকারা। অস্ট্রেলিয়ার ক্রিকেটার উসমান খাজাও এমন হামলার প্রতিবাদ জানাতে চেয়েছিলেন।
খাজা পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অর্থাৎ, পার্থে এমন একটি স্লোগানসংবলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন, যেখানে লেখা থাকবে ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’। তবে এতে রাজনীতির গন্ধ পেয়ে আইসিসির পক্ষ থেকে তাকে সেই জুতাটা পরে খেলতে নিষেধ করে। খাজা সেই নিয়ম মানলেও লড়াই চালানোর ঘোষণা করেন। তিনি যদি সেই নিয়ম না মানতেন সেক্ষেত্রে তাকে শাস্তির মুখে পড়তে হত। শাস্তিতে নিষিদ্ধ পর্যন্ত হতে পারতেন তিনি।
তবে খাজা বার্তাওয়ালা সেই জুতা না পরতেও পারলেও পার্থের দর্শকরা কিন্তু ঠিকই খাজার বার্তাগুলো পৌঁছে দিতে পেরেছেন জুতায় লেখা সেই বার্তা সম্বলিত ব্যানার নিয়ে মাঠে হাজির হয়েছিলেন তারা। তবে যখনই ব্যানারটি স্টেডিয়াম কর্তৃপক্ষের নজরে এসেছে, সেটি সরিয়ে নেওয়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।