এ কেমন গলফ মাঠ! যেখানে ঘুরে বেড়ায় সিংহ-চিতা বাঘ

আজকের পত্রিকা প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৫:২৯

দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে অবস্থিত স্কুকুজা গলফ ক্লাব নিজেদের পরিচয় করিয়ে দেয় বিশ্বের ‘সবচেয়ে বুনো গলফ কোর্স’ হিসেবে। আর এটা মোটেই অস্বাভাবিক নয়। ৯ গর্তের গলফ মাঠটিতে দেশটির সবচেয়ে পুরোনো জাতীয় উদ্যানে বসবাসকারী বিভিন্ন প্রাণী বাধাহীনভাবে ঢুকতে এবং ঘুরে বেড়াতে পারে। এদের মধ্যে আছে হাতি, সিংহ কিংবা চিতা বাঘের মতো প্রাণীও। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে। 


মাঠটিকে ঘিরে কোনো বেড়া না থাকায় অনায়াসে ঢুকতে ও বেরোতে পারে বন্যপ্রাণীরা। অবশ্য খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান গ্রিনস্কিপার জো রোসোউয়ের নেতৃত্বে ক্লাবের কর্মীরা দিনভর টহল চালিয়ে যান। 


পেশাদার গলফাররা দর্শকদের আচরণ নিয়ে অভিযোগ করেন কখনো কখনো, সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার এই কোর্সে গলফারদের সমস্যাটা যে একেবারে আলাদা, মানে বুনো প্রাণীর অবাধ্য আচরণ, সেটা বুঝতেই পারছেন। অবশ্য বুনো প্রাণীরা একেবারে সুবোধ বালকের মতো বসে থাকবে এটি নিশ্চয় আশাও করবেন না আপনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us