কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ক্রমবর্ধমান বিকাশে ঠিকমতো নজর না দিলে এটি যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় নতুন ঝুঁকি সৃষ্টি করতে পারে --এমনই সতর্কবার্তা দিয়েছে মার্কিন নিয়ন্ত্রকদের এক প্যানেল।
বৃহস্পতিবার মার্কিন নিয়ন্ত্রক সংস্থা ‘ফাইনান্সিয়াল স্ট্যাবিলিটি ওভারসাইট কাউন্সিল (এফএসওসি)’র প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে প্রথমবারের মতো এআই প্রযুক্তিকে মার্কিন আর্থিক ব্যবস্থার সম্ভাব্য ঝুঁকি তালিকায় যুক্ত করেছেন কাউন্সিল প্রধান জ্যানেট ইয়েলেন।
প্যানেল বলেছে, ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠানগুলোয় উদ্ভাবন বা দক্ষতা বাড়ানোর সম্ভাবনা আছে এআই প্রযুক্তির। তবে, এ উদিয়মান প্রযুক্তির দ্রুত বিকাশের ওপর নজর রাখা উচিৎ বিভিন্ন কোম্পানি ও নিয়ন্ত্রক উভয় পক্ষেরই।
“এআই প্রযুক্তির মাধ্যমে যেসব ঝুঁকি সৃষ্টি হতে পারে, তার মধ্যে রয়েছে সাইবার ও এআই মডেলের নিরাপত্তা ঝুঁকির মতো বিষয়গুলো।” --বৃহস্পতিবার প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে উল্লেখ করেছে সংগঠনটি।
এর পাশাপাশি, বিভিন্ন কোম্পানি ও নিয়ন্ত্রকদের ‘বিশেষজ্ঞ দক্ষতা বাড়ানোর ও এআই উদ্ভাবন ও ব্যবহারে সম্ভাব্য ঝুঁকিগুলো শনাক্ত করার’ পরামর্শ দিয়েছে সংগঠনটি।