বাংলাদেশকে রিজার্ভের নতুন লক্ষ্য দিল আইএমএফ

প্রথম আলো প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৩, ১৪:৫৪

বাংলাদেশকে ৩১ ডিসেম্বরের মধ্যে বৈদেশিক মুদ্রার ‘নিট রিজার্ভ’ ১ হাজার ৭৭৮ কোটি (১৭ দশমিক ৭৮ বিলিয়ন) মার্কিন ডলারে উন্নীত করতে হবে। বাংলাদেশ ব্যাংক সূত্রের তথ্য অনুযায়ী, দেশের এখন নিট রিজার্ভ আছে দেড় হাজার কোটি ডলারের কিছু বেশি।


আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নতুন এই লক্ষ্যমাত্রার কথা জানিয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশ নিয়ে প্রকাশিত আইএমএফের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।


ঋণদাতা সংস্থাটি বাংলাদেশের জন্য লক্ষ্যমাত্রা কার্যত কমিয়ে ধরেছে। কারণ, বছরের শুরুতে ডিসেম্বরের জন্য লক্ষ্য ঠিক করা হয়েছিল ২ হাজার ৬৮০ কোটি ডলার। নতুন লক্ষ্যমাত্রা আগের চেয়ে ৯০০ কোটি ডলারের মতো কম।


প্রতিবেদনটি প্রকাশ উপলক্ষে গতকাল বাংলাদেশ সময় সকাল আটটায় আইএমএফের আঞ্চলিক কার্যালয় থেকে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলন করেন সংস্থাটির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ। কাছাকাছি সময়ে বাংলাদেশের ওপর প্রতিবেদনটি প্রকাশিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us