‘পেলের পা ছোঁয়ার মতো যোগ্যতা কারও নেই’

আজকের পত্রিকা প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৩, ১৩:১১

পেলের মৃত্যুর প্রায় এক বছর হতে চলেছে। তবু ব্রাজিলিয়ান কিংবদন্তি এখনো যেন জীবন্ত। অসাধারণ সব রেকর্ডের জন্য তিনি অমর হয়ে আছেন কোটি কোটি ক্রীড়াপ্রেমীর মনে। ব্রাজিলের তরুণ ফুটবলার এনড্রিকের মতে, পেলের ধারে কাছে যাওয়ার মতো কোনো ফুটবলার এখনো আসেননি। 


ব্রাজিলের ঘরোয়া ফুটবল লিগে দুর্দান্ত পারফরম্যান্স করে আলোচনায় এসেছেন এনড্রিক। গত সপ্তাহে শেষ হয়েছে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ এর ২০২৩ পর্ব। গ্রেমিওর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে পালমেইরাস। সিরি ‘আ’ এর রেকর্ড ১২ বারের চ্যাম্পিয়ন পালমেইরাস টানা দুইবার এই টুর্নামেন্টে হয়েছে চ্যাম্পিয়ন। এবারের ব্রাজিলিয়ান সিরি ‘আ’ তে তিনি ৩১ ম্যাচে করেছেন ১১ গোল। সাও পাওলোতে কোনো এক পৃষ্ঠপোষকের অনুষ্ঠানে যখন এনড্রিক গেছেন, তখন তাঁর (এনড্রিক) কাছে এসেছে পেলের প্রসঙ্গ। ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার ৭৭ গোল করে ব্রাজিলের ফুটবলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। ১৯৫৮,১৯৬২, ১৯৭০-ব্রাজিলের জার্সিতে তিনবার বিশ্বকাপ জিতেছেন পেলে। পেলে প্রসঙ্গে এএফপিকে এনড্রিক বলেন, ‘আমি মনে করি, কেউ পেলের পা ছুঁতেও পারবে না। তিনি ফুটবলের রাজা।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us