শিক্ষার্থীদের হাতে গরম তেল ঢালায় প্রধান শিক্ষিকাসহ বরখাস্ত ৩

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৪

শিক্ষার্থীদের হাতে গরম তেল ঢেলে দেওয়ায় ভারতে প্রধান শিক্ষিকাসহ এক স্কুলের তিন শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। স্কুলের টয়লেট ব্যবহার না করে উন্মুক্ত স্থানে মলমূত্র ত্যাগ করায় অন্তত ২৫ জনকে এ শাস্তি দেওয়া হয়। গত শুক্রবার ছত্তিশগড়ের কোন্দাগাঁও জেলার কেরওয়াহি মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে।


এ ঘটনার একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্কুল কর্তৃপক্ষের নজরদারির মধ্যেই এ ঘটনা ঘটায় অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। শিক্ষা বিভাগ তাৎক্ষণিক পদক্ষেপ নেয় এবং তিনজনকে বরখাস্ত করে। 


অভিভাবকেরা বলছেন, স্কুলের রান্নাঘর থেকে তেল আনা হয়েছিল। শিক্ষকেরা শিক্ষার্থীদের একে অপরের হাতে গরম তেল ঢালতে বাধ্য করেন। 


ভিডিওটি ভাইরাল হওয়ার পরপরই তা শিক্ষা মন্ত্রণালয়ের নজরে আসে। ব্লকের রিসোর্স অফিসার তাহির খান বলেন, ঘটনা তদন্তে জেলা শিক্ষা অধিদপ্তর কমিটি গঠন করেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us