ম্যাজিশিয়ান মোদির শ্রেষ্ঠ মায়াজাল

প্রথম আলো সৌম্য বন্দ্যোপাধ্যায় প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১২

কর্ণাটক হারানোর পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব একটা নিশ্চিন্ত ছিলেন না। কংগ্রেসের মাথাচাড়া দেওয়া, বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট গঠন, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের ক্রমাগত ঝাপটার মধ্যে উটকো বিপত্তি হিসেবে হাজির হয় কানাডা ও যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব জোড়া অভিযোগ। এ অবস্থার মধ্যে বসন্ত সমীরণ হয়ে হাজির মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের বিজয়-আখ্যান। নরেন্দ্র মোদির কাছে বছরের শেষটা এর চেয়ে ভালো আর কিছু হতো না।


এই তিন রাজ্যের ফল, সত্যি বলতে কী, সবার সব হিসাব গুলিয়ে দিয়েছে। রাজনীতির প্রাজ্ঞ, বিজ্ঞ, পণ্ডিতদের ভুল প্রতিপন্ন করে তিন রাজ্যেই বিজেপি বিজয় ধ্বজা উড়িয়েছে। প্রাক্–নির্বাচনী জরিপগুলোয় চোখ বোলাচ্ছিলাম। কেউ বলেনি বিজেপি তিন রাজ্যেই কংগ্রেসকে বেবাক করে দেবে! ভোট–পরবর্তী বুথফেরত সমীক্ষাগুলোতেও চোখ বোলাচ্ছিলাম। প্রতিটি সমীক্ষক দল ছত্তিশগড় দিয়েছে কংগ্রেসকে। নয়টির মধ্যে পাঁচ সমীক্ষক মধ্যপ্রদেশে বিজেপির জয় দেখেছিল, চারজন বলেছিল কংগ্রেসের পাল্লা ভারী। রাজস্থান নিয়ে সবাই বলেছিল, লড়াই সমানে সমানে, যদিও বিজেপি সামান্য এগিয়ে। অথচ গণনা কী দেখাল? তিন রাজ্যেই কংগ্রেস হেঁটমুন্ড! বিজেপি জিতল ছেলেখেলা করে! মধ্যপ্রদেশে দুই–তৃতীয়াংশ ভোটে, ছত্তিশগড়ে কংগ্রেসকে নাস্তানাবুদ করে, রাজস্থানে সম্মানের সঙ্গে। ভোট রাজনীতির এমন অ্যান্টি–ক্লাইম্যাক্স সমকালীন ভারতে অদৃশ্যপূর্ব! ম্যাজিশিয়ান মোদির এটাই সম্ভবত ইদানীংকালের শ্রেষ্ঠ মায়াজাল!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us