গ্রেমিওর মাঠে দর্শকের কাছ থেকে বিদায় নিয়েছিলেন তিন দিন আগেই। বাকি রয়ে গিয়েছিল লিগের শেষ ম্যাচ। কাল ব্রাজিলের স্থানীয় সময় সন্ধ্যায় ফ্লুমিনেন্সের বিপক্ষে সেই শেষ ম্যাচও খেলে ফেলেছেন লুইস সুয়ারেজ। বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে গ্রেমিওর হয়ে জোড়া গোল করেছেন উরুগুইয়ান স্ট্রাইকার।
বিদায়ী ম্যাচে সুয়ারেজ গোল দুটি করেন ৪৩ ও ৬৪ মিনিটে। মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে গ্রেমিও জিতেছে ৩-২ গোলে। এই জয়ে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে গ্রেমিও।