উলিপুরে বকেয়া মজুরির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

আজকের পত্রিকা প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৩, ১৬:৪২

কুড়িগ্রামের উলিপুরে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভ করেছেন অতিদরিদ্রদের একটি প্রকল্পের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকালে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এ সময় কয়েক শ নারী-পুরুষ মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে অবস্থান নেয়। পরে তাঁরা বকেয়া মজুরির দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেন।


আন্দোলনরত শ্রমিকেরা জানান, ২০২২-২৩ অর্থবছরে উপজেলার ১৩টি ইউনিয়নের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি প্লাস) প্রকল্পে ৫৭১ জন শ্রমিক বাছাই করা হয়। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি থেকে গ্রামীণ অবকাঠামো সংস্কারে মাটি কাটার কাজ শুরু করেন তাঁরা। দৈনিক ৪০০ টাকা মজুরিতে এ প্রকল্পের মাধ্যমে দুই দফায় ১১০ দিন কাজ করার কথা থাকলেও কাজ করা হয় ৭৭ দিন। আবার কোনো ইউনিয়নে এর কম-বেশিও হয়েছে। কিন্তু শ্রমিকেরা ৪৬ দিনের মজুরি পান ১৮ হাজার ৪০০ টাকা। কিন্তু ছয় মাস পেরিয়ে গেলেও তাঁরা বকেয়া টাকা পাননি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us