ব্যবসা–বাণিজ্যে গতি কম, কোম্পানি নিবন্ধনে ভাটা

প্রথম আলো প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৯

অর্থনীতির খারাপ সময়ে কোম্পানি গঠনে উদ্যোক্তাদের আগ্রহ কমে গেছে। গত কয়েক বছরে উদ্যোক্তারা কোম্পানি গঠন করে ব্যবসায় আগ্রহ দেখাচ্ছেন না। সে জন্য যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে বা আরজেএসসিতে কোম্পানির নিবন্ধন বেশ কমে গেছে। দুই বছর আগে যেখানে প্রতিদিন গড়ে ৩৩টি কোম্পানি নিবন্ধিত হতো, এখন তা কমে ১৮টিতে নেমে এসেছে।


আরজেএসসি সূত্রে জানা গেছে, দুই বছরের ব্যবধানে কোম্পানি নিবন্ধন এক-তৃতীয়াংশ কমে গেছে। ২০২০-২১ সালে আরজেএসসিতে ১২ হাজার ১২৫টি নতুন কোম্পানি নিবন্ধন নেয়; গত অর্থবছরে তা কমে দাঁড়ায় ৮ হাজার ২১টি।


চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ২ হাজার ৬৪৮টি কোম্পানি নিবন্ধিত হয়েছে। পাঁচ মাস পেরিয়ে গেলেও গতবারের তিন ভাগের এক ভাগ কোম্পানিও নিবন্ধিত হয়নি। এখন প্রতিদিন গড়ে ১৮টির মতো কোম্পানি নিবন্ধন পায়। গতবার প্রথম পাঁচ মাসে সাড়ে তিন হাজারের মতো কোম্পানি নিবন্ধিত হয়েছিল।


এ বিষয়ে দেশের একাধিক শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা সবাই বলেছেন, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য কিছুটা খারাপ অবস্থায় আছে; তাই উদ্যোক্তারা নতুন বিনিয়োগ আগ্রহী নন।


ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, এ কথা সত্যি, ব্যবসা-বাণিজ্য আগের চেয়ে কিছুটা কম। মূলধনী যন্ত্রপাতি, কাঁচামাল আমদানিও কমেছে। কারণ, এখন ডলার–সংকট চলছে; মুদ্রাবাজারে তারল্যের স্বল্পতা আছে। এমন পরিস্থিতিতে কেউ নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। তাই কোম্পানির নিবন্ধন কমে যেতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us