বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও পেনশন সংক্রান্ত হিসাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে কেনা হয় সফটওয়্যার। কিন্তু বছর না ঘুরতেই সেই সফটওয়্যার গোলমেলে হিসাব দিতে শুরু করে।
দীর্ঘদিন ধরে এটি ঠিকমতো কাজ না করায় দাপ্তরিক হিসাব সংরক্ষণ এবং বেতন ও পেনশন নিয়ে ভোগান্তিতে পড়েছেন বেবিচকের কর্মকর্তা-কর্মচারীরা। সফটওয়্যারের এ জটিলতা নিরসনের লক্ষে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত টাইগার আইটির সাথে বেবিচক একাধিকবার দ্বিপাক্ষিক বৈঠক করার পরও সুফল মিলছে না।