উত্তর কোরিয়া গোয়েন্দা উপগ্রহের নজরদারি অভিযান শুরু করেছে। রোববার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ একথা জানিয়েছে।
গত মাসে প্রথম সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণের পর উত্তর কোরিয়া এ অভিযান শুরু করল। ওই উপগ্রহ উৎক্ষেপণের জেরে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কেসিএনএ জানায়, পিয়ংইয়ং ‘জেনারেল কন্ট্রোল সেন্টার অব দ্য ন্যাশনাল অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন’ (এনএটিএ)-এর কার্যালয়ে নতুন গোয়েন্দা নজরদারি কার্যক্রম শুরু হয়েছে শনিবার। এর মাধ্যমে পাওয়া গোয়েন্দা তথ্য সেনাবাহিনীর নজরদারি ব্যুরো ও ইউনিটগুলোতে পাঠানো হবে।
গত ২১ নভেম্বরে উত্তর কোরিয়া সফলভাবে প্রথম সামরিক গোয়েন্দা উপগ্রহ উৎক্ষেপণ করার কথা জানায়। এই উপগ্রহ হোয়াইট হাউজ, পেন্টাগন, মার্কিন সামরিক ঘাঁটি ও দক্ষিণ কোরিয়ার কয়েকটি লক্ষ্যবস্তুর ছবি পাঠিয়েছে বলেও তারা দাবি করেছিল।