প্রধানমন্ত্রীর পদত্যাগ, তফসিল পেছানোসহ একাধিক দাবিতে সোমবার (৪ ডিসেম্বর) ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ওইদিন বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে এ কর্মসূচি পালন করবে দলটি।
শনিবার (২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ইসলামী আন্দোলন।
বিজ্ঞপ্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের নামে তামাশা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশের মাটিতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। বাকপ্রতিবন্ধী ও মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ইসির বক্তব্য দলদাস প্রমাণিত। কোনো প্রকার টালবাহানা দেশবাসী দেখতে চায় না।’