অবচেতনেই আপনার সময় ছিনিয়ে নিচ্ছে যে ৫ অভ্যাস

প্রথম আলো প্রকাশিত: ০১ ডিসেম্বর ২০২৩, ১১:২৯

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা আর ভারতের গুণী পরিচালক সৃজিত মুখার্জি তখন সবে বিয়ে করেছেন। নানা কারণেই তাঁদের বিয়ে আলোচনা–সমালোচনা মিলিয়ে চায়ের কাপে তুলেছিল ঝড়। প্রথমবারের মতো তাঁরা প্রথম আলোতে তাঁদের প্রেম, বিয়ে নিয়ে খোলাসা করতে রাজি হলেন।


উপস্থাপক, আরেক বাংলাদেশি নির্মাতা রেদওয়ান রনি সৃজিতের কাছে জানতে চাইলেন, ‘আপনি যখন শ্বশুরবাড়িতে যান, তখন কী নিয়ে যান? আপনার বাজারের ব্যাগে কী থাকে?’ উত্তরে সৃজিত বলেন, ‘সময়... আমার বাজারের ব্যাগভর্তি সময় থাকে। কেননা, আমি ভীষণ ব্যস্ত থাকি। সময়ই আমার কাছে সবচেয়ে দামি আর গুরুত্বপূর্ণ, যেটা আমি মিথিলা আর তাঁর পরিবারকে দিতে পারি।’


একদমই ঠিক। সময় ঠিক এতটাই গুরুত্বপূর্ণ। জীবনে সময়ের চেয়ে দামি আসলেই কিছু হয় না। আর এখন সময়টাই এমন, কারোরই যেন সময় নেই। সবাই যেন সময়ের অভাবে ভুগছেন, ছুটছেন। হাপিত্যেশ করছেন। শুধু সময়ের অভাবে কত যে সময়ের কাজ সময়ে করা হয়ে ওঠে না! ফলে শুধু যেন পিছিয়েই পড়তে হয় প্রতিদিন। এভাবেই সময়ের অভাবে আমরা জীবন থেকে ছিটকে পড়তে থাকি। আমরা যত বড় হতে থাকি, দায়িত্ব বাড়তে থাকে, ততই যেন বুঝতে পারি, সময় কত অমূল্য। যখন সময়ের মূল্য আসলেই বুঝতে পারি, তখন বড্ড দেরি হয়ে গেছে। তাই আসুন, জেনে নিই কীভাবে অপ্রয়োজনীয় বা কম প্রয়োজনীয় খাত থেকে সময় বাঁচিয়ে সেটা বিনিয়োগ করবেন জরুরি কোনো প্রয়োজনে।


দিনের শুরুই সারা দিনের প্রতিচ্ছবি


কথায় বলে, ‘মর্নিং শোজ দ্য ডে।’ অর্থাৎ সকালবেলাটাই বলে দেয় আপনার সারা দিন কেমন যাবে। অর্থাৎ আপনার ছোট ছোট কর্মকাণ্ডই বলে দেয়, লম্বা দৌড়ে আপনি কতটা এগোবেন, টিকে থাকবেন।


সকালে ঘুম থেকে উঠে দেখতে পেলেন, কাজে সাহায্যকারী মানুষটি আসেননি। অফিসে যাওয়ার সময় হুট করে ছিঁড়ে গেল জুতার ফিতা। কিংবা যাবার পথে এমন জ্যামে পড়লেন যে গুরুত্বপূর্ণ মিটিংয়ে পৌঁছাতেই পারলেন না ঠিক সময়ে, শুনতে হলো বসের বকা। আপনি ভাবলেন, দিনটাই মাটি। আজ আর কিছুই ঠিকঠাক হবে না। আর এর প্রভাব পড়তে থাকল আপনার পরের সব কাজে। ঠিকমতো কাজ না করায় আপনাকে পরে আবার করতে হল সেই কাজগুলো।
একটু দাঁড়ান, একবার ভাবুন তো এই ঘটনাগুলো কী আপনার নিয়ন্ত্রণে ছিল? আমাদের যা নিয়ন্ত্রণে থাকে না, সেই ঘটনাই যখন আমাদের নিয়ন্ত্রণ নিয়ে নেয়, তখনই আমরা হেরে যেতে শুরু করি সময়ের কাছে। চেষ্টা করুন এই ধরনের সীমাবদ্ধ চিন্তা থেকে বের হয়ে আসতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us