ইসরায়েল থেকে জিম্মি করে আনা আরও ৮ জনকে মুক্তি দিয়েছে হামাস। বিপরীতে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা আরও ৩০ ফিলিস্তিনিকে ছেড়ে দিয়েছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। যুদ্ধবিরতি শুরুর পর এটি সপ্তম দফায় বন্দী ও জিম্মি বিনিময়।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তি পাওয়া ইসরায়েলি জিম্মিদের মধ্যে ২ জন শিশু ও বাকি ৬ জন নারী। তাদের মধ্যে আবার কয়েকজন বিভিন্ন দেশের দ্বৈত নাগরিক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, এই ৮ জনকে আন্তর্জাতিক রেডক্রসের কাছে হস্তান্তর করা হয়েছে।