রিজার্ভের হিসাব নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবাদ

প্রথম আলো প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩, ১৩:৪৭

প্রথম আলোয় গতকাল মঙ্গলবার প্রথম পৃষ্ঠায় ‘ব্যবহারযোগ্য রিজার্ভ কমে ১৬ বিলিয়ন ডলারের নিচে’ শীর্ষক প্রতিবেদনটির বিষয়ে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিবাদপত্রে বলা হয়েছে, প্রতিবেদনে ‘ব্যবহারযোগ্য রিজার্ভের পরিমাণ ১৬ বিলিয়ন বা ১ হাজার ৬০০ কোটি ডলারের কম’ রয়েছে মর্মে উল্লেখ করা হয়েছে। প্রকৃতপক্ষে গ্রস বা মোট রিজার্ভ স্থানীয় বিনিয়োগসহ হিসাবায়ন হয়।


অপরদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী স্থানীয় বিনিয়োগ ব্যতীত হিসাবায়ন হয়। বিপিএম-৬ পদ্ধতিতে হিসাবকৃত রিজার্ভ তাৎক্ষণিক ব্যবহারযোগ্য ও গ্রস রিজার্ভ বিনিয়োগ আদায় সাপেক্ষে ব্যবহারযোগ্য। বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গ্রস রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার ও বিপিএম-৬ পদ্ধতিতে হিসাবকৃত রিজার্ভ ১৯ দশমিক ৫২ বিলিয়ন ডলার। অর্থাৎ বিপিএম-৬ অনুযায়ী প্রদর্শিত সম্পূর্ণ রিজার্ভই ব্যবহারযোগ্য। ভবিষ্যতে জনমনে বিভ্রান্তি এড়াতে গ্রস ও বিপিএম-৬ রিজার্ভ হিসাবের তথ্য পরিবেশনের ক্ষেত্রে অধিকতর সতর্কতা অবলম্বন করা উচিত মর্মে বাংলাদেশ ব্যাংক মনে করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us