হোটেল ইন্টারকন্টিনেন্টালে পুঞ্জীভূত লোকসান ৫৭২ কোটি টাকা

আজকের পত্রিকা প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৩, ১৬:৩১

বেসরকারি খাতের হোটেলগুলো যেখানে বিপুল মুনাফা করছে, সেখানে নিয়মিত লোকসান গুনছে সরকারি মালিকানাধীন হোটেল ইন্টারকন্টিনেন্টাল। বিডি সার্ভিসেস লিমিটেড নামে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে পরিশোধিত মূলধনের প্রায় ছয় গুণ। এতে প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ ব্যবসা পরিচালনার সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানির ২০২২-২৩ অর্থবছরের আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।


নিরীক্ষক জানিয়েছেন, চলতি বছরের ৩০ জুন শেষ হওয়া অর্থবছরে কোম্পানিটির পুঞ্জীভূত লোকসানের (রিটেইন লস) পরিমাণ দাঁড়িয়েছে ৫৭১ কোটি ৭১ লাখ টাকা। এ ছাড়া চলতি সম্পদ ঘাটতির পরিমাণ ৩৮১ কোটি ৯৮ লাখ টাকা। অর্থবছরটিতে কোম্পানিটির যথেষ্ট পরিমাণ লোকসান এবং ঋণাত্মক পরিচালন নগদ প্রবাহ রয়েছে। এই শোচনীয় দুরবস্থার কারণে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us