যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যে ভূমিধসের এক ঘটনায় অন্তত তিনজন নিহত ও আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় সময় সোমবার রাতে আলাস্কার দক্ষিণপূর্বাঞ্চলীয় রেঙ্গল দ্বীপে ভূমিধসের ঘটনাটি ঘটে। এ সময় বৃষ্টিভেজা পর্বতের একটি ঢাল ধসে পড়ে। এতে তিনটি বাড়ি ও উপকূলীয় মহাসড়কের একটি অংশ চাপা পড়ে।
অঙ্গরাজ্যের জন সুরক্ষা পরিষেবার মুখপাত্র অস্টিন ম্যাকড্যানিয়েল শুক্রবার জানান, বৃহস্পতিবার উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে চালানো তল্লাশি স্থগিত করেছে।
সোমবার ওই এলাকার ওপর দিয়ে একটি ঝড় বয়ে যায়, সঙ্গে ভারি বৃষ্টি হয়। রাতে জিমোভিয়া মহাসড়কের ওপরে ঘন বনাচ্ছাদিত পর্বতমালার একটি পাশ ধসে পড়ে। প্রবল শব্দে হুড়মুড় করে গাছপালাসহ আবর্জনার ঢল মহাসড়ক ঢেকে দিয়ে সামনে সবকিছু গ্রাস করে সাগরে গিয়ে পড়ে।
শুক্রবার জন সুরক্ষা পরিষেবা জানায়, আরও পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেলে নির্দিষ্ট এলাকায় তল্লাশি আবার শুরু হবে।