রওশন এরশাদ চাইলে, মনোনয়ন ফরম বাসায় পৌঁছে দেব : চুন্নু

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৩, ১৮:১৫

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, দলের প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহের ক্ষেত্রে কোনো সময়ের বাধ্যবাধকতা নেই, তিনি যখন বলবেন তখনই মনোনয়ন ফরম দেওয়া হবে। বেগম রওশন এরশাদ চাইলে, মনোনয়ন ফরম তার বাসায় পৌঁছে দেব। তিনি আমাদের শ্রদ্ধার পাত্র।


শুক্রবার (২৪ নভেম্বর) বনানীর জাতীয় পার্টির কার্যালয়ে রংপুর ও রাজশাহী বিভাগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণকালে তিনি এসব কথা বলেন।


মুজিবুল হক চুন্নু বলেন, বেগম রওশন এরশাদ গতকাল আমাকে ফোন করেছিলেন, আজ হয়তো তারা (রওশন এরশাদ ও সাদ এরশাদ) মনোনয়ন ফরম নিতে পারেন। হরতাল ও অবরোধের কারণে আমাদের অনেক মনোনয়নপ্রত্যাশী ঢাকায় আসতে পারেননি, তাদের জন্য ফরম বিতরণের সময় একদিন বাড়ানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us