উত্তর-পশ্চিম ইংল্যান্ডের হাজারো মৃত মানুষের রেখে যাওয়া সম্পত্তি থেকে ‘ব্যক্তিগত সম্পদ গড়ছেন’ রাজা তৃতীয় চার্লস।
দ্য গার্ডিয়ান এক অনুসন্ধানে জানিয়েছে, ‘দ্য ডাচি অব ল্যাঙ্কাস্টার’ নামে বিতর্কিত ওই ভূ-সম্পত্তি থেকে বিপুল পরিমাণ মুনাফা পাচ্ছেন ব্রিটিশ রাজা। সামন্ত যুগের ভূমি ব্যবস্থাপনা প্রক্রিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে কয়েক কোটি পাউন্ড সংগ্রহ করেছেন তিনি।
ডাচি অব ল্যাঙ্কাস্টারের আর্থিক এই সম্পদকে বলা হয় ‘বোনা ভ্যাকেনশিয়া’। মৃত্যুর পর যাদের উত্তরাধিকারী স্বজন থাকে না, কিংবা তারা কোনো উইলও করে যান না, সেসব লোকদের সম্পদ সংগ্রহ করে ডাচি। ডাচি মূলত ডিউক বা ডাচেস শাসিত এলাকা।