প্রথমে নাটোরে গুপ্ত হামলার খবর এল। এরপর নওগাঁ ও রাজশাহীতে হামলা হলো। সর্বশেষ চট্টগ্রাম থেকেও গুপ্ত হামলার খবর পাওয়া যাচ্ছে। এসব গুপ্ত হামলার শিকার বিরোধী দল বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মী। সবশেষে ঢাকা ও যশোরে বিএনপির দুই নেতার বাড়িতে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
নির্বাচন সামনে রেখে বিএনপির আন্দোলন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পুলিশি অভিযান ও তল্লাশির ভয়ে দলের অনেক নেতা-কর্মী বাড়িতে থাকতে পারছেন না। এ অবস্থায় গুপ্ত হামলার ঘটনা জনজীবনে আতঙ্ক তৈরি করেছে।