ঘুমের ওষুধ খেয়ে গত বুধবার রাতে ঢাকার এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিশা, পরে হাসপাতাল থেকে ছাড়া পান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর থেকে জানা যায়, অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে ঘুমের ওষুধ খেয়েছেন তিনি। বিষয়টি নিয়ে প্রশ্ন করায় মেজাজ হারিয়ে সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন তিশা।
এর পর থেকে তানজিন তিশা ফেসবুকে একাধিক পোস্ট দেন। এরপর পোস্ট প্রত্যাহারও করেন। অভিনয়ের বাইরের কর্মকাণ্ডে কয়েক দিন ধরে আলোচনায় তানজিন তিশা। এসব ঘটনায় তিনি মানসিকভাবে বিপর্যস্তও ছিলেন বলে জানা যায়। এরপর পরিবার ও কাছের মানুষদের পরামর্শে আইনি সহায়তা নিতে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গেলেন তিশা।