গাজার উত্তরাঞ্চলে শরণার্থীশিবিরে স্থানীয় সময় গতকাল শনিবার ইসরায়েলের চালানো হামলায় ৮০ জনের বেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন হামাসের স্বাস্থ্যবিষয়ক কর্মকর্তা। এই শরণার্থীশিবিরে জাতিসংঘ পরিচালিত একটি স্কুলও ছিল। স্কুলটি ইসরায়েল-হামাস যুদ্ধে গৃহহীনদের আশ্রয়শিবির হিসেবে ব্যবহার করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা যাচাই করেছে এএফপি। এসব ভিডিওতে আবাসিক ভবনের মেঝেতে রক্ত ও ধুলামাখা অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখা গেছে। জাবালিয়া শরণার্থীশিবিরেও ধ্বংসযজ্ঞ দেখা গেছে।