সিলেটে হরতালের সমর্থনে বিএনপির মশালমিছিল, পুলিশের ফাঁকা গুলি

প্রথম আলো প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ২১:২৭

সিলেটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শনিবার সন্ধ্যায় তফসিল বাতিলের দাবি এবং রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে মশালমিছিল করেছেন। পরে নেতা-কর্মীরা বন্দরবাজার করিমউল্লা মার্কেটের সামনে পৌঁছালে সেখানে মশাল সড়কের ওপর ফেলে আগুন জ্বালিয়ে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে।


প্রত্যক্ষদর্শীরা বলেন, শনিবার সন্ধ্যা সাতটার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকার রংমহল টাওয়ারের সামনে থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মশালমিছিলটি বের করেন। এ সময় সিলেট নগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনসহ অঙ্গসংগঠনের একাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। নেতা-কর্মীরা মিছিলে তফসিল বাতিল ও রোববার থেকে ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানান। মশালমিছিলটি রংমহল টাওয়ার থেকে বন্দরবাজার মোড়ের দিকে করিম উল্লাহ মার্কেটের সামনে পৌঁছানোর পর সড়কের ওপর মশাল ফেলে বিক্ষোভ করতে থাকেন তাঁরা। একপর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়ে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। পুলিশ দেখে নেতা-কর্মীরা এদিক-ওদিক পালিয়ে যান। পরে সড়কে ফেলে রাখা মশাল নিভিয়ে দেয় পুলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us