এক লিটার তেলে ৬৮ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে নতুন মডেলের এমন একটি মোটরবাইক নিয়ে এসেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল)। ১২৫ সিসির এই মোটরবাইকে হোন্ডা ইঞ্জিন কিল সুইচ ব্যবহার করেছে, যা দিয়ে চাবি বন্ধ না করেও ইঞ্জিন বন্ধ করা যাবে। পাশাপাশি রয়েছে বিএস-৬ মানের ৪ স্ট্রোকের এয়ার কুলড ইঞ্জিন ও ডিজিটাল স্পিডোমিটার। বিএইচএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
আজ শনিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এক অনুষ্ঠানে বাইকটি দেশের বাজারে ছাড়া ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বিএইচএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শিগেরো মাতসুজাকি এবং প্রধান বিপণন কর্মকর্তা শাহ মোহাম্মদ আশেকুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।