ভোটের আগ মুহূর্তে হরতাল-অবরোধের মধ্যে যে নাশকতামূলক কর্মকাণ্ড শুরু হয়েছে, তা মোকাবিলার উপায় বাতলে দিয়েছেন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
তার কথায়, “এখন নির্বাচনের সময় এসেছে, এখন আবার আরেকটি সমস্যা আমাদের সামনে এসে দাঁড়িয়েছে; সেটি কী? সেটি হচ্ছে বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জ্বালাও-পোড়াও; নিরীহ মানুষের উপর আক্রমণ। এই সমস্যাও কিন্তু সমাধান করা যায়।
“আমরা জানি গত তিন নির্বাচন ধরে প্রত্যেক নির্বাচনের ঠিক মাস দুয়েক আগে এই জ্বালাও-পোড়াও, সংঘর্ষ শুরু করে। এটার মোকাবিলা কী? এটার মোকাবিলা কিন্তু খুবই সহজ। এটার মোকাবিলা হচ্ছে- যারা জ্বালাও-পোড়াও করছে, তাদের বিরুদ্ধে ভোট দেবেন। যারা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদেরকে ভোট দেবেন, নৌকায় ভোট দেবেন।"