মুম্বাইয়ে বিশ্বকাপ সেমিফাইনালের আগে হঠাৎ করেই বিতর্ক তৈরি হয়েছিলো উইকেট নিয়ে। স্বাগতিক ভারত নাকি নিজেদের সুবিধার্থে হঠাৎই খেলার পিচ পরিবর্তন করে ফেলেছে। এই বিতর্ক মাথায় নিয়েই সেমিফাইনাল খেলতে হয়েছে ভারতকে এবং নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে উঠে গেছে ফাইনালে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে খেলতে নামছে রোহিত শর্মার ভারত। বিশ্বাকপের মেগা ফাইনালের আগে আবারও আলোচনায় উইকেট। ম্যাচটা যখন বিশ্বকাপের ফাইনাল, তখন এ নিয়ে তুমুল আলোচনা হবে, সেটাই স্বাভাবিক। তবে, এবার আলোচনাটা বেশি উইকেট নিয়েই।
ফাইনালের উইকেট কেমন হবে? সেখানে কোন দল সুবিধা বেশি পাবে? কে’ই বা তৈরি করছেন বিশ্বকাপ ফাইনালের উইকেট? ফাইনাল শুরুর আগে কী সেই উইকেট পরিবর্তন করে ফেলা হবে?
বিতর্কের ডালপালায় পানি ঢালার কাজটি করে দিয়েছেন খোদ আইসিসির প্রথম পিচ কিউরেটর অ্যান্ডি অ্যাটকিনসন। ফাইনালের আগেই তিনি ফিরে গেছেন নিজ দেশে। যার ফলে ফাইনালের উইকেট তৈরি করছেন ভারতীয়রায়। এই খবরেই সবচেয়ে বেশি চাঞ্চল্য তৈরি হয়েছে।