শেষ সময়ে ৯২ হাজার কোটি টাকার প্রকল্প, ব্যয় মেটাতে চাপ বাড়বে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৩, ০৯:২০

বর্তমান সরকারের মেয়াদে অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সর্বশেষ বৈঠক হয় গত ৯ নভেম্বর। এতে ৪৪টি প্রকল্প পাস হয়। এর আগে গত ৩১ অক্টোবর একনেকে পাস হয় ৩৭টি প্রকল্প। তবে শেষ সভায় এত বেশি সংখ্যক প্রকল্প পাসের ঘটনা এর আগে ঘটেনি। যেখানে ২০১৮ সালে নির্বাচনের আগে এক একনেক সভায় পাস হয়েছিল সর্বোচ্চ ৩৮টি প্রকল্প।


জানা গেছে, সরকারের মেয়াদের শেষভাগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির প্রকল্প অনুমোদনের হিড়িক পড়ে। ভোটারদের মন জয় করতে শেষ সময়ে সংসদ সদস্যদের নিজ নিজ আসনের অবকাঠামো উন্নয়নে দেওয়া হচ্ছে অর্থ। বাদ পড়ছেন না নবনির্বাচিত মেয়ররাও।


পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম চাঁদপুরে ৪ হাজার ১৭৪ কোটি টাকা ব্যয়ে মেঘনা-ধোনাগোদা ঝুলন্ত সেতুর নির্মাণ প্রকল্পের অনুমোদন নিয়েছেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা) আসন থেকে ভোটের মাঠে নৌকা প্রতীকে লড়তে চান তিনি। এলাকায় গণসংযোগও করছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us