বিগত প্রায় দেড় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতরে সংখ্যা ছাড়িয়েছে ১২ হাজার। এই সময়ে ইসরায়েলি বাহিনী গাজায় প্রায় ১৩ শ গণহত্যা চালিয়েছে। গতকাল শুক্রবার গাজা প্রশাসনের জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ হাজার। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হামাস নিয়ন্ত্রিত গাজার জনসংযোগ বিভাগ বিবৃতিতে নিহতের সংখ্যা ১২ ছাড়িয়েছে উল্লেখ করে বলেছে, ‘নিহতদের মধ্যে ৫ হাজারের বেশি শিশু এবং ৩ হাজার ৩০০ নারী। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ হাজার।’ বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এখন পর্যন্ত ৩ হাজার ৭৫০ জন নিখোঁজ রয়েছে। নিখোঁজদের মধ্যে আবার ১ হাজার ৮ শতাধিক শিশু।’