আত্মহননের চেষ্টা করেছেন, এমন গুঞ্জনের মধ্যে এবার ফেইসবুক লাইভে এসে অভিনেত্রী তানজিন তিশা উড়িয়ে দিলেন এই কথা।
বৃহস্পতিবার রাত ১১টার দিকে এই লাইভে তিনি বললেন, “আমি কেন আত্মহত্যা করব? যদি কোনোদিন দেখি আমার সঙ্গে কোনো অন্যায় হয়েছে, আমি তার প্রতিবাদ করব। কিন্তু আত্মহত্যা করব না। এটা আমার পরিবারের শিক্ষা না।”
একটি সংবেদনশীল বিষয় নিয়ে কথা হচ্ছে, এটা মেনে নিতে পারছেন না, তাই জবাব দেওয়া উচিত ভেবে এই লাইভে আসেন তিশা।
আচমকা অসুস্থ হয়ে বুধবার রাতে হাসপাতালে ভর্তি হন এই অভিনেত্রী। বৃহস্পতিবার বিকেলে সুস্থ হয়ে বাসায়ও ফেরেন। মাঝের সময়টুকুতে সামাজিক মাধ্যমে রটে যায় ‘প্রেম বিষয়ক ঘটনায় আত্মহত্যার চেষ্টা করেছিলেন’ তিনি। এ নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়।